এই বছরের প্রথম দিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে কয়েক প্রাচীন আকঞ্জি মসজিদ যা ৬০০ বছরের পুরনো।
.
রামমন্দির ধ্বংস করে বাবরি মসজিদ গড়া হয়েছিল, এই দাবি তুলে ১৯৯২ সালের ৬ ডিসেম্বর হিন্দু জনতা মসজিদটি ভেঙ্গে ফেলে। ওই ঘটনার প্রায় তিন দশক পর ২০১৯ সালে বিতর্কিত স্থানটিতে হিন্দু মন্দির বানানোর পক্ষেই রায় দিয়েছিলো ভারতের সুপ্রিম কোর্ট।
.
সাম্প্রতিককলে আবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে কাশীর জ্ঞানবাপী মসজিদ এবং মথুরার মসজিদ নিয়ে। এগুলো ভেঙ্গে মন্দির করার চেষ্টা চলছে।
.
অন্যদিকে এই বছরের শুরুতে উত্তরপ্রদেশের বারাণসীর জ্ঞানবাপী মসজিদের ভূগর্ভস্থ একটি কক্ষে আদালতের অনুমতিতে পূজা শুরু করেছেন হিন্দুরা।
.
বহুল আলোচিত ভেঙ্গে ফেলা বাবরি মসজিদের জায়গায় রামমন্দিরের উদ্বোধন করেছেন কে জানেন? স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
.
মসজিদ ভাঙ্গার জন্য ওরা সার্ভে করে। কোন সময় কোন এক সম্রাটের আমলে নাকি ওখানে মসজিদের জায়গায় মন্দির ছিলো এমন লেইম এক্সিকিউজে ওরা মসজিদ ভাঙ্গে ।
.
ভোটে জিততে হলে ভারতের এখন প্রধান অস্ত্র মসজিদ ভাঙ্গার ভাইভ তৈরী করে অলিখিত এজেন্ডা দাও । আর আমরা এখানে মন্দির পাহারা দিই। জীবনবাজী রেখে সনাতনীদের নিরাপত্তা দিই। প্রতিদানে লেলিয়ে দেওয়া হয় ইস্কন টাইপ ষড়যন্ত্র। হায়রে দুনিয়া!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



