প্রশ্ন: স্যার, একটা প্রশ্ন ছিল -- সাকিব হঠাৎ কেন আপনার বাস ভবন প্রেসিডেন্স পার্কে ?
এরশাদের উত্তর :
১ ঘন্টা আগে : সাকিব তার বিয়ের দাওয়াত দিতে এসেছিল ।
৫৫ মি: আগে : সাকিব গল্ফ খেলা সম্পর্কে জানতে আমার কাছে এসেছিল ।
৫০ মি: আগে: সাকিব জাতীয় পার্টি থেকে মনোনয়ন পাওয়ার বিষয়ে আলাপ করতে এসেছিল ।
৪৫ মি: আগে: সাকিব আমার কাছে দোয়া চাইতে এসেছিল, আমি তাকে তিন বার কুলহু আল্লাহ পড়ে ফু দিয়েছি ।
৪০ মি: আগে: সব দলের প্রতিনিধি সাকিবের বিয়েতে যোগদান না করলে জাতীয় পার্টির পক্ষেও সাকিবের বিয়েতে যোগদান করা সম্ভব হবে না, আমি তাকে এ কথা সাফ সাফ জানিয়ে দিয়েছি ।
৩৫ মি: আগে: সাকিবের বিয়ে দল নিরপেক্ষ কাজীর অধীনে হতে হবে - এটাই আমার শেষ কথা ।
৩০ মি: আগে : সাকিব আমার দীর্ঘ বিবাহিত জীবনে সুখের রহস্য সম্পর্কে জানতে এসেছিল ।
২৫ মি: আগে : দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়েই সাকিবের সাথে আমার আলোচনা হয়েছে, এর ভেতর আর অন্য কিছু নেই ।
২০ মি: আগে: সাকিব আমার বাসায় আসে নাই, তার সাথে আমার স্কাইপে কথা হয়েছে ।
১৫ মি: আগে: আমার সম্পর্কে গুজব ছড়িয়ে লাভ হবে না, সাকিবের সাথে আমার ব্যক্তিগত পরিচয় নেই ।
১০ মি: আগে: হ্যা, এ কথা কৌশলগত কারণে আমি ইতোপূর্বে অস্বীকার করেছিলাম । আসলে সাকিব এসেছিল, তাকে আমি গুরুজন হিসেবে দোয়া করেছি ।
৫ মি: আগে: সাকিব নামে আমি শুধু একজনকেই চিনি, সে হলো আমার চাচাত বোনের জ্যাঠাত বোন জামাই । জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালীন আমি তাকে গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে চাকুরী দেই ।
৪ মি: আগে: হ্যা, আপনারা ঠিকই শুনেছেন, সাকিব এসেছিল । তবে সে সময় আমি বাসায় ছিলাম না । আমার সেক্রেটারির সাথে তার আলাপ হয়েছে । আমি তার বিয়েতে যাব ।
৩ মি: আগে: সাকিবের বিয়ের দিন আমি হরতাল-অবরোধ প্রত্যাহার করার আবেদন জানাচ্ছি । জাতীয় পার্টি হরতাল-অবরোধে বিশ্বাস করে না ।
২ মি: আগে: সাকিবের বিয়েতে সেনাবাহিনী দিতে হবে ।
১ মি: আগে : সাকিব বিষয়ক আর কোন কথা আমি বলতে চাই না । তবে হ্যা, সে যদি আমার বাসায় আসতে চায় আমার প্রেসিডেন্ট পার্কের দরজার তার জন্য সব সময়ই খোলা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


