টরন্টোর মেট্রো কনভেনশন সেন্টারে চলছে কানাডিয়ান ইন্টার্ন্যাশনাল অটো-শো। বিশাল আয়োজন আর হাজার হাজার গাড়ির প্রদর্শনী চলছে। ভিন্টেজ কার থেকে শুরু করে কন্সেপ্ট কার, ২০২০ সালের টার্গেট নিয়ে বানানো গাড়ি - সবই আছে এই শো তে।
অনেক ছবি তোলা হয়েছে, তাও ১০% ও কাভার হয়নি। তার মধ্যে থেকে মূলত ভিন্টেজ কার গুলির ছবি দিয়ে সাজাচ্ছি।

শো দেখতে আসা মানুষের ভীড়।

পুরানা দিনের হোন্ডা কার, হোন্ডা সিভিক।


১৯৬৯ সালের সুবারু ৩৬০।

২০১৯ সালে বের হবে হান্ডাই এর এই গাড়িটি।

মিতশুবেশির ক্রসওভার গাড়ি।

মাজদা'র ১৯৬৭ কসমো।

মাজদা'র আরেকটি পুরানো গাড়ি।

রেসিং কার

নিসান-এর রেসিং কার।

১৯২৫ সালের অপূর্ব রোলস রয়েস।

১৯৫৪ সালের পোর্শ।

১৯৭১ সালের ফেরারি ৩৬৫

১৯৫৩ সালের জাগুয়ার।

১৯৫৬ সালের ক্যাডিলাক।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




