আমি কি, কখনো জানতে পেরেছি
আমি আমাকে ?
আমার মনে হয়, এখনো জানতে পারিনি
তোমরা কি এখনো জানতে পেরেছ তোমাদের ?
আমার মনে হয়, তোমরও তা পারনি
এই গ্রহের বিবেক, বুদ্ধি সম্পন্ন প্রত্যেকটি প্রানী
কি জানতে পেরেছে তাদের ?
আমর মনে হয়, তারাও তা পারেনি
আর যদি পারতই, তাহলে কেন ?
কেনই বা তারা নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনছে
বলতে পার, তোমরা কি তা বলতে পার
জবাব দাউ, জবাব দাউ, জবাব দাউ..........
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১০ বিকাল ৪:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



