আজকে পদার্থবিদদের মাঝে সম্ভবত সবচেয়ে জনপ্রিয় আবিষ্কার ‘থিওরি অব রিলেটিভিটি’র (আপেক্ষিকতাবাদ) জনক আলবার্ট আইনস্টাইনের ১৩২তম জন্মদিন এবং সেটা নিয়ে দেখা যাচ্ছে পত্রিকা-টিভি এবং হালের অনলাইন মিডিয়াতে গত কিছুদিন থেকে প্রচুর লেখালেখি আর স্ট্যাটাসের ছড়াছড়ি। স্বাভাবিক, কারন বিজ্ঞানে তার অবদান অসামান্য। কিন্তু আইনাস্টাইনের জন্মদিনের উচ্ছ্বাসে কারো খেয়াল ছিলনা "এইখানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে, তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে" উল্লেখিত লাইনের কবিতা "কবর" খ্যাত আমাদের স্বাধীনতা পদক প্রাপ্ত পল্লীকবি জসিম উদ্দিনের ৩৬তম মৃত্যুবার্ষিকির কথা। কবি জসিম উদ্দিন পল্লীকবি নামে পরিচিত বাংলা ভাষাভাষীদের কাছে। ১৯০৩ সালের পহেলা জানুয়ারী ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৬ সালের ১৩ মার্চ ঢাকায় ইন্তেকাল করেন। তাঁকে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পারিবারিক কবরস্থানে ঐতিহাসিক ডালিমগাছের (কবর কবিতায় উল্লেখিত) নিচে দাফন করা হয়।
উচ্চশিক্ষিত এই কবি ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল পরবর্তীতে ফরিদপুর জেলা স্কুল থেকে পড়ালেখা করেন। এখান থেকে তিনি তার প্রবেশিকা পরীক্ষায় ১৯২১ সনে উত্তীর্ন হন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি. এ. ১৯২৯ সালে এবং এম. এ.পাস করেন ১৯৩১ সালে। ১৯৩৩ সনে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রামতনু লাহিড়ী গবেষণা সহকারী পদে যোগদেন। এরপর ১৯৩৮ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৬৯ সনে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কবিকে সম্মান সূচক ডি লিট উপাধিতে ভূষিত করেন। পল্লীকবি জসিম উদ্দিন বাঙলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ডিগ্রি এবং পুরস্কারে ভূষিত হন। তার মধ্যে রয়েছে প্রেসিডেন্টস এওয়ার্ড ফর প্রাইড অফ পারফরমেন্স ১৯৫৮, একুশে পদক ১৯৭৬, স্বাধীনতা দিবস পুরস্কার ১৯৭৮ (মরণোত্তর) এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট ডিগ্রি (১৯৬৯)। বাংলা কবিতা যারাই কিছুটা পড়েছেন তাদের জসিম উদ্দিনের কবর কবিতাটি না পড়ার কথা নয়। এই কবিতাটি বাংলাসাহিত্যের এক অমূল্য সম্পদ। অসাধারণ প্রেম-ভালোবাসা, আবেগ আর করুণ বাক্যগাথা এই কবিতা।
মহান এই কবির বাংলাদেশ এবং বাংলা ভাষার প্রতি যে অবদান সেটা আমাদের ভবিষ্যৎ তরুণ প্রজন্মকে জানানোর উদ্যেগ নেবার দায়িত্ব কার?? আমাদের মিডিয়া নির্মেলেন্দু-রবীন্দ্রনাথ-আইনাইস্টাইন নিয়ে পড়ে আছে, তাদের কি আব্বাস উদ্দিন-জসিম উদ্দিনের পরিচয় জানানোর জন্য কোন মাথাব্যাথা নাই?? মিডিয়া জানাবে কি উল্টো আজকেতো দেশের সর্বাধিক জনপ্রিয় একটি জাতীয় দৈনিক কবির মৃত্যু বার্ষিকীর তারিখটায় ভুল করে চেপেছে। হায় এই দৈন্যতা কার??
কপি পেস্ট ফ্রমঃ- Bumerang (বুমেরাং)
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




