
চোখে পানি, বুকে কিনারায় পানি
চার পাশটাতে পানি আর পানি;
পানি দেখে কিসের ভয়, ভয় নেই
পানির মধ্যে থেকে জন্মানও প্রাণ!
এই বর্ষা- আষাঢ়, শ্রাবণ ভয় কিসের
দেহে মধ্যে বীরের রক্ত প্রবহমান!
গলার আঁচড়ে জয় যাদের নিত্য সঙ্গী;
তাদের কাছে এমন কষ্ট কিসের,আবার
জয় বাংলার স্লোগান মনে, দেখবে সবে
রাক্ষসী প্লাবন ভয় পেয়ে শস্য শ্যামল বয়।
০৪আষাঢ় ১৪২৯, ১৯ জুন’২২
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০২২ সকাল ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


