
নিয়মতান্ত্রিক ধূলি পথে হাঁটলে হাঁটলে
আকাশের ছায়া প্রয়োজন পরে না
রাস্তার বাঁকা মোড়ে দৌড়ালে দৌড়ালে
চোর বাটপাড় চোখে ঝিলিক মারে না
সবই স্বার্থবাদী ক্ষমতার মহলে মহলে
শুধু মনের দাপটে থাকা যায় না
অথচ অবুঝ দ্বার যখন তখন খুলে খুলে
অবুঝের মুখ এতোটুকু বুঝে না
এখন নিয়মতান্ত্রিক কল্প বাসনা বাসনা
সাধু চোর বাটপাড় কথা শুনে না।
২৯ ভাদ্র ১৪২৯, ১৩ সেপ্টেম্বর ’২২
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




