আমাদের ভালবাসা;
বদ্ধের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনি ঘটানো
আমাদের প্রেম;
আমার বিষাদ ।
মর্মরিয়ে কাঁদা শুকনো পাতার
মতোই আকুলতা বুকে ।
নিঃশ্বাসে ভেজে মরুপিঠ ।
জল্লাদসম হৃদয়ে তার
নিষ্ঠুর আবেগ- ভালবাসার ।
আমরা বাঁধি তারে আবেগীয় নিষ্ঠুর প্রতিযোগিতায়,
হেরে না যাওয়ার প্রতিদ্বন্দিতায়-
এগিয়ে চলা আমরা যখন
তাকাই কোন ফেলে আসা পথে,
খুঁজি কেবল সুখী পদচিহ্ন ।
যা আমরা হারিয়েছি সহস্র মুহূর্ত আগে ।
ভালবাসাকে হারিয়ে জিতেছি
ক্রোধের জেদে ।
তবে কেন আজ ব্যাকুলতা-
এই বিরামে ?!
[২৫ জানুয়ারী ২০১৫]
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




