গাজীপুর, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের অভিযোগে গ্রেপ্তার আরেক বিডিআর সদস্য সোমবার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগারে মারা গেছেন। এ নিয়ে এই কারাগারে দুই বিডিআর সদস্য মারা গেলেন।
মৃত হাবিলদার মো. এনামুল হক (৫২) ২ রাইফেলস ব্যাটালিয়নে কর্মকরত ছিলেন। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ছোট রাজাপুর গ্রামের লুৎফর হকের ছেলে।
বিডিআর বিদ্রোহের ঘটনায় গ্রেপ্তারের পর তাকে ২০০৯ সালের ২৩ মার্চ ঢাকার কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। ২৯ মে তাকে পাঠানো হয় কাশিমপুর কারাগারে।
কাশিমপুরের কারারক্ষক (জেলার) মো. ফরমান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারাগারের ৩ নম্বর ভবনের ৬ নম্বর ওয়ার্ডের বন্দি এনামুল সকালে নাস্তা সেরে তার কক্ষে বিছানায় শুয়ে অন্যদের সঙ্গে গল্প করছিলেন। হঠাৎ করে তার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়। প্রথমে কারা হাসপাতাল ও পরে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আলী হায়দার খান জানান, এনামুল হককে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছিল।
উপ-কারারক্ষক মুশফিকুর রহমান জানান, ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে গত ১৭ ফেব্র"য়ারি এ কারাগারে আরও এক জওয়ানের মৃত্যু হয়।
গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহে অর্ধশতাধিক সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।
ওই সময় রাজধানীর বাইরেও কয়েকটি স্থানে বেশ কিছু জওয়ান বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে।
বিদ্রোহের মামলায় সাড়ে তিন হাজার জওয়ানের বিচার চলছে। গ্রেপ্তার জওয়ানদের ওপর নির্যাতন চলছে বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ কয়েকটি মানবাধিকার সংগঠন অভিযোগ করে আসছে। এর আগেও কারা হেফাজতে কয়েকজন জওয়ানের মৃত্যু হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



