আমার ভাবনায় একজন মানুষের সাথে অন্য একজনের পার্থক্য উঠে আসে মূলত যে কোন বিষয় কে সে কিভাবে দেখে, ভাবে, সে ভাবনার মাধ্যমে। নারী অথবা পুরুষ যাইহোক প্রথমত সে মানুষ! আর মানুষ হিসেবে তার শ্রেষ্ঠত্বের প্রমাণ সে করে ভাবনার প্রকাশে।
হ্যাঁ সময় ভাবনার পরিবর্তন ঘটায়, ক্রমাগত চেষ্টায় মানুষ নিজেকে পরিশীলিত করে। কিন্তু মনের সূক্ষ্মকোণে দুর্বল মুহূর্তে আদি সে সত্ত্বা প্রকাশ পেয়ে যায়।
আজকের লেখায় যে পার্থক্য টুকু তুলে আনলাম সেটা হচ্ছেঃ মানুষ মূলত দুই ধরনের, ধরে নিন পৃথিবীর সমস্ত মানুষ যদি টুথপেস্ট টিউব ব্যবহার করত। তাহলে একদল আছে যারা একদম টিউবের নীচের অংশে চাপ দিয়ে নিয়মের মাঝে ব্যবহার শুরু করবে, আর অন্যদল যত্রতত্র যেমন ইচ্ছে তেমন ভাবে। হতে পারে টিউবের গলা টিপে, পেটে পা দিয়ে অথবা বুকে চাপ দিয়ে।
আপনি কোনজন ???
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




