যেদিন থেকে শুরু তোমার আমার একসাথে পথচলা,সেদিন
তুমি আমাকে সম্ভাবনার কথা বলেছিলে
অথচ আসম্ভবের পথে হেঁটে হেঁটে আমি আজ ক্লান্ত
যেদিন থেকে তোমার মনের খোলা হাওয়ায়
শুরু আমার অবাধ বিচরন, সেদিন
তুমি আমাকে স্বপ্নের কথা বলেছিলে
অথচ দুঃস্বপ্নের তাড়া খেয়ে আজ আমি বিধ্বস্ত
সুখ সমুদ্রে আবগাহন করে যেদিন পূর্ণ হতেচেয়েছি
সেদিন বিভ্রান্ত আমাকে আশার কথা বলেছিলে
অথচ নৈরাশ্যরা এখন আমার পায়ে পায়ে
তুমি আমাকে আনন্দের কথা বলেছিলে
অথচ বেদনার নীলে নীলাভ আমি এখন
স্বপ্ন, আশা, আশা, আনন্দ, প্রেরণা
আমার চারপাশ ছেড়ে দূরে....বহুদূরে
অন্ধকারে এখন আমি হাতরে বেড়াই শুধু....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




