View this link
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে করা একটি দুর্নীতির মামলা বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ মহীউদ্দীন খান আলমগীরের করা আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে এ রায় দেন।
আদালত সূত্র জানায়, সরকারি অর্থ তছরুপের চেষ্টার অভিযোগে ২০০২ সালের ১৩ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর এক কর্মকর্তা মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি করেন। এতে ২০০১ সালের ১৯ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত ক্ষমতার অপব্যবহার করে সরকারি ৮১ কোটি ৬০ লাখ টাকা তছরুপের অভিযোগ আনা হয়। ২০০২ সালের আগস্টে মামলার অভিযোগপত্র দেওয়া হয়।
মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন মহীউদ্দীন খান আলমগীর। প্রাথমিক শুনানি নিয়ে ২০০২ সালেই আদালত মামলার কার্যক্রম স্থগিত ও রুল জারি করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত রায় দেন।
আদালতে মহীউদ্দীন খান আলমগীরের পক্ষে আইনজীবী এম আমীর-উল ইসলাম ও দুদকের পক্ষে খুরশিদ আলম খান শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
সুত্র
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




