১০/১৫ মিনিট পূর্বের ঘটনা। অফিস থেকে বাহিরে এসেছিলাম চা খাওয়ার জন্য। বলা বাহুল্য আমার অফিস ঢাকা-ময়মসিংহ মহা সড়কের পাশেই। ভাবলাম একটু বাহিরে যাই চা খেয়েও আসি এবং অবরোধ কেমন চলছে সেটাও দেখে আসি।
চা খাওয়া শেষ এমন সময় একটি মিছিল দেখলাম অবরোধ বিরুধী অর্থাৎ ছাত্রলীগ , যুবলীগের ১০/১২ জন নেতা কিছু বাচ্চা ছেলে সাথে নিয়ে অবরোধ বিরুধী এবং জামাত শিবিরের বিরুদ্ধে শ্লোগান দিয়ে এগিয়ে আসছে। মিছিলের ৪ জনের হাতেই রয়েছে উম্মুক্ত রাম দা। এবং বাকি সকলের হাতে লাঠি। অবাক হলাম না কারন এদেশের প্রতিটি মিছিলেই ছাত্রলীগ/যুবলীগের এই রকম রুপ দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি।
অবাক হলাম তখন, যখন দেখলাম মিছিলটিকে ছত্রভঙ্গ না করে তাদেরকে স্কট দিয়ে এগিয়ে নিয়ে আসছে এদল পুলিশ।
অথচ গতকাল বিকালেই স্থানীয় কিছু বি.এন.পি নেতা তাদের অফিসে বসে আলোচনা করছিল অবরোধ কিভাবে সফল করা যায়। কিন্তু বিধি বাম পুলিশ এসে তৎক্ষনাত তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং কয়েকজন কে ধরে নিয়ে।
হায় রে পুলিশ! তোমরা বাংলাদেশের জনগনের ট্যাক্সের পয়সায় বেতন নিয়ে কাজ করছ শুধুমাত্র আওয়ামীলীগের মন ভরানোর জন্য। ধিক তোমাদের। ধিক ধিক ধিক.......................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




