সাহাবায়ে কেরাম (রাঃ) ...
১ আল্লাহ এবং রাসুল (সাঃ) এর অনুগত,
২ সত্য ঈমানের অধিকারী,
৩ নেক নিয়ত কারী,
৪ নেকীর প্রতি অগ্রগামী,
৫ প্রতিটি ভাল কাজে আগুয়ান,
৬ হকের জন্য জীবন বাজী রাখা, আত্মীয়- স্বজন,স্বদেশ, ঘর-বাড়ী, ধন-সম্পদ সব কিছুই কুরবানী কারা,
৭ হালাল কামাই এবং হালাল খাওয়া,
৮ হারাম থেকে বিরত থাকা,
৯ ন্যায়পরায়ন,
১০ আমানতদার,
১১ প্রতিশ্র“তি পুরনকারী,
১২ হক পথে সব ধরনের মুসীবতে ধৈর্য্য এবং স্থৈর্যের সাথে মোকাবেলা কারী,
১৩ মুখলিস,
১৪ হক পথে বেশী বেশী সম্পদেও কুরবানী করা,
১৫ নিজের প্রয়োজনের উপর অন্যেও প্রয়োজনকে অগ্রাধিকার প্রদান,
১৬ নিজের যবানকে আয়ত্বে রাখা,
১৭ পরস্পর রহমশীল, কাফেরদের ওপর কঠিন,
১৮ কবীরা গুনাহ এবং বে-শরমী থেকে বেচে থাকা,
১৯ নিজের গুপ্তস্থানের হেফজত করা,
২০ রাগের সময় মা করা,
২১ হজ্জ্ব করা,
২২ রোজা রাখা,
২৩ যাকাত দেয়া,
২৪ জ্ঞান আহরণ করা,
২৫ আল্লাহর ভয়ে ক্রন্দন করা,
২৬ মুসীবতে ধৈর্য্য ধারণ,
২৭ ফখর এবং আত্মাম্ভরীতা থেকে দূওে থাকা,
২৮ গরীব, মিসকিন ও সাওয়াল কারীকে সাহায্য করা,
২৯ প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা,
৩০ পিতা-মাতার খেদমত করা,
৩১ রাতের নির্জনত্বে বেশী বেশী সেজদাহ করা সহ এধরনে বহু গুনের অধিকারী ছিলেন।
মহন আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করছি তিনি যেন আমাদের সাবাইকে উপরি উক্ত গুণাবলী অর্জন করার তৌফিক দান করেন
আমীন!!!
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



