হযরত আবু হুরায়রা রা. হতে বর্নিত, তিনি বলেন রাসুলুল্লাহ সা. বলেছেনঃ সাত ধরনের লোকদের আল্লাহ তায়ালা সেদিন তাঁর সুশীতল ছায়াতলে স্থান দিবেন, যে দিন তাঁর ছায়া ছাড়া আর কোন ছায়াই থাকবে না। তারা হলঃ
১. ন্যায় বিচারাক-শাসক বা নেতা।
২. মহান আল্লাহর ইবাদতে মশগুল যুবক।
৩. মসজিদের সাথে সম্পর্ক যুক্ত ব্যক্তি।
৪. যে দু'জন লোক একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পর বন্ধুত্ব করে একতাবদ্ধ থাকে, আবার এজন্যই পুণরায় বিচ্ছিন্ন হয়ে যায়।
৫. এরূপ ব্যক্তি, যাকে কোন অভিজাত পরিবারের সুন্দরী নারী খারাপ কাজে আহ্বান করেছে, কিন্তু সে বলে দিয়েছে, আমি আল্লাহকে ভয় করি।
৬. যে ব্যক্তি এতো গোপন ভাবে দান-খয়রাত করে যে, তার ডান হাত কি দান করল তার বাম হাতও তা জানতে পারল না। এবং
৭. এরূপ ব্যাক্তি যে নির্জনে আল্লাহর যিকির করে এবং তার দু'চোখ অশ্রু সিক্ত হয়।
------- বুখারী ও মুসলিম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



