[link|http://www.banglanews24.com/detailsnews.php?nssl=f45230ef869443b687402e7f28c7a367&nttl=2011082412525654918&toppos=1|
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে পদচ্যুতের দাবিতে শহীদ মিনারে ঈদ করার ঘোষণা দিয়েছেন বিশিষ্টজনেরা।
বুধবার দুপুরে শহীদ মিনারে ‘স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই’ স্লোগানকে ধারণ করে ছাত্র-শিক্ষক-পেশাজীবী-জনতা আয়োজিত সমাবেশে তারা এ ঘোষণা দেন।
তারা জানান, যোগাযোগমন্ত্রী আবুল হোসেন একজন নির্লজ্জ, বেহায়া মানুষ। তিনি ব্যর্থতার দায় নিয়ে কখনও পদত্যাগ করবেন না। সেজন্য যোগাযোগমন্ত্রীকে পদচ্যুত করতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন তারা।
বিশিষ্টজনেরা জানান, যাদি ৩১ আগস্টের মধ্যে যোগাযোগমন্ত্রীকে পদচ্যুত না করা হয়, তাহলে সড়কের দুরাবস্থার কারণে যারা ঈদ করতে বাড়ি যেতে পারবেন না তাদের নিয়ে শহীদ মিনারে ঈদ করা হবে।
বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মুকসুদ সভাপতির বক্তব্যে বলেন, ‘আমরা ভেবেছিলাম তারেক-মিশুকের মৃত্যুর পর যোগাযোগমন্ত্রী নিজেই পদত্যাগ করবেন। কিন্তু করেননি।’
তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘যতদ্রুত সম্ভব এ ব্যর্থ মন্ত্রীকে বহিষ্কার করুন।’
সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, মুক্তিযোদ্ধা তারেক আলী, আইন ও শালিস কেন্দ্রের পরিচালক নুর খান লিটন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




