১.
এত্তো বড় আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেল , ওবামার বউয়ের চাচাতো ভাইয়ের খালা শ্বাশুড়ির পাশের বাড়ির প্রতিবেশীর মন্তব্য পর্যন্ত মিডিয়াতে দেখলাম । সারাহ প্যালিনের পোশাকের দাম সহ কতো হাবিজাবি তথ্য যে দেখলাম তার ইয়ত্তা নেই ।
কিন্তু আমেরিকার নির্বাচন কমিশনের কোন খবর পেলাম না । এই কমিশনের প্রধান , উপপ্রধান এদের কোন সাক্ষাতকার কোথাও দেখলাম না । ( আদৌ এমন পদ তাদের আছে কি না ,সেটাও জানি না । )
আমাদের দেশের নির্বাচন কমিশনারদেরকে প্রতিদিন মিডিয়াতে হাজির হতে হয় । বলিহারি দেই আমাদের সাংবাদিকদেরও , কাজে অকাজে একটা করে ক্যামেরা নিয়ে শেরেবাংলা নগরের নির্বাচন কমিশনে বসে থাকে সারাদিন ।
২.
সিলেটে আওয়ামীলীগ আর বিএনপির কোন অফিস নেই । কোন সদূর অতীতকালে থাকলেও থাকতে পারে কিন্তু গত ১৫ বছরের মাঝে তাদের কোন অফিস ছিল বলে মনে করতে পারছি না ।
তাই বলে কি কোন দোষ হয়েছে ? নির্বাচন কমিশন রাজনৈতিক দলের নিবন্ধনের সময় জেলা উপজেলায় রাজনৈতিক দলের অফিস খুঁজে বেড়াচ্ছে । আর ভূইফোঁড় রাজনৈতিক দলগুলোও ফাজিল আছে , এর ড্রইংরুম আর ওর বাথরুমকে অফিস বানিয়ে বসে আছে ।
৩.
জামাতকে নিবন্ধন দিতে আপত্তি জানিয়েছিল কয়েকটি সংগঠন , নির্বাচন কমিশন শুনানীর জন্য জামাতকে নোটিশ দিয়েছিল , কিন্তু জামাত হাজির হয়নি । তারপরও একতরফা ভাবে তাদের নিবন্ধন হয়ে গেছে ,যারা আপত্তি করেছিল তাদের আপত্তি সুরাহা করার কোন খবর পাবলিক পাইল না ।
আর সাইফুর -হাফিজ গং যে আসল বিএনপি না , সেটা সারা দুনিয়ার মানুষ বুঝতে পারলেও এই কমিশন সেটা বুঝে না । কী আর বলব ।
৪.
পিডিপির চেয়ারম্যান কোরেশী নাকি বলেছিলেন , সচিবালয়ের আমলা যদি নির্বাচন কমিশনে যায় , তাহলে যা হওয়ার তাই হয়েছে। সবকিছুকেই আমলাতান্ত্রিকতায় মোড়ে ফেলেছে ।
নির্বাচনী তথ্য নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে দেখছি কথাটা উনি মন্দ বলেন নাই ।
একটা উদাহরন দেই ।
উপজেলা নির্বাচনে " মহিলা সদস্য পদে"র মনোনয়নের একটি ফরম আছে । অনেক বড় ফরম , বেশ ঝামেলাপূর্ণ । তবে ঠিকই আছে , সব তথ্যই নির্বাচন কমিশনের কাজে লাগবে হয়ত বা ।
উপরের স্কৃনশটটি দেখুন । এটি হচ্ছে মহিলা সদস্যদের জন্য মনোনয়ন পত্রের একটি নমুনা । ফরম-ক-৩ ।
এখানে জানতে চাওয়া হয়েছে ( ১১ নং প্রশ্ন ) যে মহিলা সদস্যপদের প্রার্থীর লিঙ্গ কী ?
আবার জানতে চাওয়া হয়েছে যে প্রার্থী কি বিপত্নীক কি না ( ১২ নং ) ।
লে হালুয়া ।
মহিলা সদস্য পদের প্রার্থী যে লিঙ্গ হিসেবে মহিলাই হবেন , আর উনার যে বউই থাকবে না যে বিপত্নীক হবেন , সেটা এখন নির্বাচন কমিশনরে কেমনে বুঝাবেন !