২০০১ সালে জামাতের সাথে বিএনপির গাটছড়াতে খুব কষ্ট পেয়েছিলাম । আজীবন বিএনপিকে সমর্থন করেছি , ভোট দেয়া শিখে ছিলাম ধানের শীষে ভোট দিয়ে , সেই আবেগে ২০০১ সালেও ভোটকেন্দ্রে গিয়েছিলাম , কিন্তু জামাতের সহযোগীকে ভোট দিতে পারিনি ।
সেবার ভোটটা নষ্ট করে চলে এলাম ।
এবার ভেবেছিলাম আওয়ামীলীগকে ভোট দেব । কিন্তু আমার আসনে মহাজোটের প্রার্থী এরশাদ। সেই এরশাদ যার বিরুদ্ধে লড়তে লড়তে কৈশোর কাটিয়েছি।
কাকে ভোট দেব তাহলে ?
অবশ্যই " না " ভোট দেব ।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




