হবুপতি ও স্বদেশপতি
আরফি চট্টল
যদি আমায় ভালবাস
তবে বছরে দুখানা পোষাক পাবে
বাহারী কিছু নেই ফর্দে
যদি আমায় ভালবাস
পাট-শাক, সীম, আলু মোটা ভাত পাবে নিত্য
আমিষ কালে-ভদ্রে
যদি আমায় ভালবাস
ন্যুন্যতম চার সন্তানের জননীতে সম্মত হতে হবে
শিশুদের বুকের দুধ দিতে হবে মেনে নিয়ম
নয় কৃত্রিম
যদি আমায় ভালবাস
গৃহকত্রী ও গৃহর্কমী দুটোই তুমি
আর আমি তোমার সহযোগী প্রতিদিন
যদি আমায় ভালবাস
একচালা ঘর পাবে আসবাব বিহীন
থালা বাটি হাড়ি পাবে
পাবে মাটির উঁনুন
এই সব কছিুর নিশ্চয়তা যদি দিতে পারি
আমরা অপরাপর
তবেই রচিত হবে ভালবাসার ঘর
সুখি সংসার
আমি দিচ্ছি নিশ্চয়তা তুমি দেবে কি ?
ভেবে দেখ আমাদের স্বদেপতি
এটুকু নিশ্চয়তা দিতে পারে না ---
যা দিতে চায় তোমার হবুপতি
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



