রোজায় ক্লাস শুরু হয়েছিল। কয়েকটা ক্লাস হয়েই ছুটি। যতদূর মনে পড়ে শুধু রুটিন আর বই-পত্রের তালিকা দেয়া হয়েছিল। আর দেয়া হয়েছিল এ্যাপ্রোন, ডিসেকশনের যন্ত্রপাতি - এই সব কি কি লাগবে তার তালিকা । সকলকে ডিসেকশন ক্লাসে জুতো পরে আসতে বলা হয়েছিল।
তখন গ্রে'র এনাটমি পড়ানো হতো। হয়তো এখনো হয়। ডিকশনারীর চেয়ে মোটা, কিন্তু দৈর্ঘ্য-প্রস্তে আরও বড় ও ভারী বই। তখন বুঝিনি এই বিশালাকার বইটাই আমার মেডিকেল জীবনের কাল হবে। ফাস্ট ইয়ারে এনাটমি আর ফিজিওলজি পড়ানো হতো। আরেকটা সাবজেক্ট ছিল, সম্ভবতঃ কমিউনিটি মেডিসিন।
পঁচিশ জনের এক-একটা ব্যাচ করা হয়েছিল। আমার ব্যাচে যারা ছিল তাদের মধ্যে মনে আছে শুধু সালাহউদ্দীন আর বেবী নামে দুইজনের নাম। সালাহউদ্দীন সলিমুল্লাহ মেডিকেলে রয়েছে আর বেবী ঢাকা মেডিকেলে। শিখা চলে গেলো অন্য ব্যাচে। ডিসেকশন, অন্যান্য প্রাকটিক্যাল এবং টিউটোরিয়ালগুলো ব্যাচে হতো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


