নারীর অধিকার আদায়ের অান্দোলনের জন্যে ক্লারা জেটকিন বা সিমোন দ্য বোভেয়ারের নাম জানা জরুরী নয় ।
গ্রামের ক্লাস নাইনে পড়ুয়া মেয়েটি যখন তার মায়ের উপর অকথ্য শারীরিক, মানসিক নির্যাতন দেখে বাবার বিরুদ্ধে ফুঁসে উঠে তখন কিন্তু সেই নারীই হয়ে উঠে অধিকার সচেতন নারী ।
নারীর সমঅধিকারের দরকার নেই ।
নারীর নিজের জন্যে তার প্রয়োজনীয় অধিকার পেতে যা প্রয়োজন সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া, তা বাস্তবায়িত করাটাই জরুরী ।
নারী তার সম্মান নিয়ে টিকে থাকুক এই বিশ্বে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


