আজ যে শিশু, পৃথীবির আলোয় এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই।
আজ যে শিশু, মায়ের হাসিতে হেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই।
আমাদের আগের প্রজন্ম আমাদের হয়তো একটি দেশ দিয়েছে। দিয়েছে একটি পরিচয়। কিন্তু দিতে পারেনি আজও আমাদের সুন্দর ভাবে বাচার অধিকার। আমাদের পরবর্তী প্রজন্ম যেনো আমাদের বিরুদ্ধে অন্তত এই অভিযোগ টি না করতে পারে, আসুন না আরেকবার সেই চেষ্টা টা করি..... করবেন? এইসব অর্থহীন বুড়ো খোকাদের প্রলাপ তো অনেক শুনলাম আর না। এখন কাজের প্রয়োজন। অন্তত আগামীর পথের একটা সিড়ি গড়ি যেনো তার উপর দাড়িয়ে আমাদের পরবর্তী প্রজন্ম রা আরেকটা সিড়ি গড়ার চেষ্টা করতে পারে..... মন্তব্য করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


