পুরনো সে আশার ফেলে যাওয়া আকুতি,
হাতছানি দেওয়া সে স্বপ্ভঙ্গের অনুনয়,
সবই কি আমার দীর্ঘশ্বাস?
সবই কি আমার ভ্রান্তি, কল্পনা?
হয়তো ফেলে আসা সে অপূর্ণতা, এখনও,
উড়ে বেড়ায়, ডানাঝাপটানো বিহঙ্গের ন্যায়,
আজও, মনের আকাশে,
সারাদিন, সারারাত হয়তোবা সারাটি জীবন।
তবুও তার আবেগহীন মন আমি খুঁজে বেড়াই।
আনমনে, সব ভুলে;
কিন্তু পরমুহূর্তেই সজাগ সে চিত্তের চোখরাঙানিতে,
আমি ফিরে আসি, বাস্তবতায়;
যা আমার নয়, তোমার নয় হয়তো অন্য কারো লেখা
এক নাটকের অঙ্ক।
আজ অশ্রুজলে নিভে যায় চোখের জ্যোতি,
অবসরে স্মৃতির আড়ালে তার কণ্ঠ ভেবে হারিয়ে যাই,
দূরে কোথাও, মোর অনুভূতি ফেলে।
হয়তো তাই সব ভুলে আজও,
সব কিছুর মাঝে খুঁজে বেড়াই তাকে।
হয়তোবা এ জন্যই আমি আজ
বোকা, অনুভূতিহীন অথবা নিরসতার প্রতীকধারী।
হয়তো..............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



