রিলেশন কী তা আমি বুঝি না,
এটা কি স্বল্প সময়ের সান্নিধ্য
অথবা সস্তা আনন্দের পাথেয়?
হয়তো রিলেশন মানে অপূর্ণ এক অভিলাষ,
হারিয়ে যাওয়া কারো স্পর্শ, কারো ছোঁয়া,
অথবা এ দুয়ের পার্থক্যে থমকে যাওয়া।
এটাই কি মায়াজাল, এটাই কি আকাঙ্ক্ষিত?
না, কখনোই না; হয়তো এটা এক ইলিউসন,
অথবা মহাসাগরের মহিমান্বিত এক মরীচিকা;
যা আমি আর চাই না, কেননা
ভালোবাসা শান্তি দেয়, স্বস্তি না।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



