কোন সেই চোখ যার কোণের ছোট্ট জলকণায় বিক্ষেপিত তোমার সর্বনাশ?
কোন সেই বর্ণালী যার বর্ণচ্ছটায় অবিরাম খেলা করে তার আলো,
তোমার নয়নে, অবিরাম, যেন অবিরত, নিরূপম ভঙ্গিমায়।
এ কি তোমার ভ্রান্তি? এ কি তার আর্তনাদ?
হয়তোবা এ এক ফটোগ্রাফারের ফ্রেমে আবদ্ধ করুণ এক উপাখ্যান,
কিংবা কবির কলম চিড়ে বের হওয়া বাস্তব এক ট্র্যাজেডি;
ঠিক তোমার চোখের মতনই,
চৈত্রের প্রখর রোদের চেয়েও উজ্জ্বল,জ্বলে যাওয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



