ডিসেম্বর মাসের গান
কথা ও সুর ঃ মাসামুনে কুসানো
শিল্পী গোষ্ঠি ঃ সুপিত্তু
JASRAC | 0613446-601
য া দু র ব া ক ্য
মনের আবেগ কোনোমতে গোপন করে
আজও তাকিয়েছিলাম দূর দিগন্তের দিকে
কেটে গেল সময় শুধু একথা ওকথা বলে
তুচ্ছ স্মৃতি নিয়ে বেঁচে আছি কোনোমতে।
কথার ফাকে লুকিয়ে আছে এমন একটি যাদু
যার অর্থ বুঝি আমরা দু'জনা শুধু।
কখনও আমোদিক করে, কখনও আনন্দিত
স্বপ্নেও অকল্পনীয় আজ, তবু জানি দেখা হবে আবার
নাইবা করি তোমায় অঙ্গীকার।।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



