শেষ আশ্রয়.....
জীবনের খেলাঘরে কখনোবা নেবে আসে কুয়াশার রাত,
যেদিকে তাকাই দেখি হতাশার মৃদু হাতছানি-
কাহারেও খুঁজিনাকো, খুঁজি তব করুণার অদৃশ্য হাত,
সে হাতের সমীরণে, হৃদয়ের বাতায়নে ফিরে পাই বারে বার সান্ত্বনা বাণী ॥
হরষের বালুচর মাড়িয়ে,
বিষাদ সমুদ্র তটে দাঁড়িয়ে,
ও পারেতে সুখ ভেবে, বুক ফেটে মরে যবে ব্যথিত হৃদয়-
আশার পরশ সেতো তুমি এনে দাও,
হতাশার আধাঁর ফুঁড়ে,
দুখের বেলাভূমিতে করো সুখের ঊদয়।
রিক্ত- নিঃস্ব যেবা সর্বহারা,
কোথা নেই ঠাঁই যার তোমাতে ছাড়া;
হাত পেতে শত দ্বারে- শূন্যতা পুজিঁ করে,
তোমার কাছেই ফেরে মুখ ঢেকে লজ্জার রাঙা চাদরে-
বিদ্রূপ বাণী ছুড়ে, ফেরাওনা তুমি তারে,
সব ভুলে অবশেষে, বরে নাও তারে তুমি পরম আদরে।
আভাগার সংসারে দারিদ্র্য তাড়া করে,
বেদনার নোনা জলে দুনয়ন ভারা করে,
'সুখ সুখ' ক্রন্দনে, দুহাত বাড়িয়ে তবু আপসেই টেনে নেয় দুখের দহন-
তুমিইতো সে নয়নে আশার আলো,
ম্লান হাসি সে মুখেও তুমিই তোলো;
করুণার মায়াডোরে বেধেঁ নিয়ে অভাগারে,
ক্লিষ্ট তনুতে দাও সুখের গাহন।
আশা ভেবে যারে ধরি আপন করে,
মরীচিকা হয়ে সেযে মিলে যায় দূরে;
ছলনার পানে ছুটে, বেদনার বানে লুটে,
তোমাতেই ঘটে প্রভু শেষ পরাজয়-
ঘনারণ্যে শরণ তুমি, অবরেণ্যে বরণ তুমি,
তুমিইতো অভাগার শেষ আশ্রয়!
- অচিন পথিক
- ০৪.০৫.১০
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১০ সকাল ৯:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




