কবিতা আমার স্বভাবতঃ বড়ই হয়, তথাপি এই কবিতাটার বর্ধণ অনেকটা ক্যান্সার কোষের মত অনিয়মতান্ত্রিকভাবেই হয়েছে। কি আর করা? আমজনতার ক্ষুব্ধ মনের ব্যাপ্ত প্রকাশ ঘটাতে গিয়েই এ বেহাল দশা। জনমনের বাহক বিবেচনায় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আবেদন রইল.....
'বাউণ্ডুলের পাঠ সমাচার....'
বলবো কিরে বলবো আজ আর
একটি কথাই বলতে চাই,
যে যাই বলুক জ্ঞানের কথা
বইকে বড্ড ভয়যে পাই।
সবাই বলো পড়তে আমায়
ট্রাই কি আমি কম করি?
রাজ্যের ঘুম চোক্ষে জোটে
যতই বন্ধ দম করি।
দোষ কি বল আমার তাতে
পড়া স্মরণ হয়না যে?
নিউরণটা আলসে বড়ই
নড়তে মোটেই চায়না যে।
ফার্স্ট হয়েছে ক্লাস অফিসার
সেকেন্ড তাতে বিক্ষত,
ওর সাথে কি মোর তুলনা ?
ব্রেন কি আমার ওর মত?
পড় পড় পড়, পড়তেই থাক,
মনের কি আর ক্লান্তি নাই?
অর্ধ জীবন কেটেই গেলো
এবার একটু শান্তি চাই।
ভাবছে লোকে আলো দেখে
গভীর রাতেও পড়ছে বই!
পড়ছে ঠিকই বই সেতো নয়
বইয়ের ভেতর গল্প বই।
মা ঢুকেছে হঠাত্ রুমে
-'পড়ার বাকি আর কতদূর?'
ঘাপটি মেরে, সেলটি সেরে
-'এইতো আম্মু আর কিছুদূর'।
আতেল বন্ধু ফোন করেছে,
-'পড়বিরে বল আর কতক্ষণ?'
পথিক সেতো হেসেই মরে,
ফেইসবুকে সে ঠিক তখন।
ডাইনে গেলে কোচিং সেতো
বায়ে গেলেও টিচিং হোম,
সামনে আগাও ফেসিং কলেজ
বাসায় ফিরেও রিডিং রুম।
জন্ম- মৃত্যু পড়তে হবে
লেখক গণে তাই বলি,
জন্মেছিস তো ভালোই কথা
মরিসনে আর পায় পড়ি।
বায়োলজিটা কম তেতোঁ নয়
কেমিস্ট্রিটা ঝাল লাগে,
সারাজীবন পড়ছি বলো
পড়তে কি আর ভাল লাগে?
রেজাল্ট কার্ডে লাল পড়েছে
জাতের- হাতের- ভাতের মার,
'তোকে দিয়ে আর হবেনা'-
এই বাণীতেই পগার পার।
ঝুম দিয়ে ঐ বৃষ্টি আসে
মন কি বলো পড়তে চায়?
লেপের নিচে ভাইকে দেখে
চোখ দিয়ে জল ঝরতে চায়।
স্কুল আগে বন্ধ হতো
ঘন ঘন হরতালে,
সেইসে ছুটি পাই ফিরে ফের
কোন সে নিয়ম বর্তালে?
পিচ্চি বলে, স্যার বলেছে-
'আকেঁন আয়তক্ষেত্র যান',
একটু ভুলেই চটাশ চটাশ
শুরু হলো বেত্র দান।
করলো বলো কোনসে অধম
বিদ্যাধনের আবিষ্কার?
পাইলে বাগে দেখিয়ে দিতেম
বাচাঁয় তারে সাধ্যি কার?
মহত্ সে প্রাণ চাই সন্ধান
খোজঁটা কি কেউ জানতোরে?
বোম যে ছুড়ে প্রাণ না হরে
স্কুল- কলেজ ভাঙতোরে!
মানুষ আমায় হতেই হবে
মরি কিংবা বেহুঁশ হই,
খটকা লাগে মনের ভেতর
আমি কি ভাই মানুষ নই?
সবাই শুধুই বলতে পারো-
পড়রে সোনা মন দিয়ে,
এই কথাতো কেউ বলোনা-
গড়রে জীবন পণ নিয়ে!
পড়তে ঠিকই সবাই পারে
কজন বলো মানুষ হয়?
ডিগ্রিধারী মন্ত্রী- সচিব
চোর কি বড় এরাই নয়?
চুপ করে কেন ও মুরুব্বি?
কওনা কিছু শুনতে চাই,
পড়েই শুধু মানুষ হলো,
এমন সংখ্যা গুণতে চাই।
মনের দুঃখ মনেই থাকুক
কি আর হবে ঝাল ঝেড়ে?
পরীক্ষা ঠিক দিতেই হবে
ঐতো এলো কাল তেড়ে!
পড়তে আমি বাধ্য জানি
উপায় যে মোর নেই বাচাঁর,
তবু.....
সুপ্ত মনের ব্যাপ্ত প্রকাশ-
"বাউন্ডুলের পাঠ সমাচার"
- অচিন পথিক
- ০৯.০৬.১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




