সাগরের কলতানে , কোকিলের কুহুতানে , ঝর্ণার গানে গানে , স্মরেছি তোমায়....
হৃদয়ের বাতায়নে , বারে বারে আনমনে ,
বরণ ওগো করেছি তোমায়....
হে রহীম, আমি স্মরেছি তোমায়.....
সবুজের গালিচায় ,
হাওয়া দোল দিয়ে যায় -
পুষ্পের বাগিচায় ,
মহুয়ারা ফিরে চায় -
অনাবিল প্রান্তরে দাঁড়িয়ে ,
বিবেকের অজান্তেই হারিয়ে ,
শ্যামলের আভরণে সবুজের আবরণে,
না দেখেও বারে বার স্মরেছি তোমায়.....
বরণ ওগো করেছি তোমায়.....
ঐ
সমুদ্র বালুকায়,
তরঙ্গ ছুঁয়ে যায় -
পাহাড়ের সীমানায়,
ঝর্ণারা বয়ে যায় -
অসীম দিগন্ত পানে তাকিয়ে,
দৃষ্টিতে সুধা রং মাখিয়ে,
সোনালী আলোর বানে স্নিগ্ধ চাঁদের টানে
না বুঝেও বারে বার স্মরেছি তোমায়.....
বরণ ওগো করেছি তোমায়.....
ঐ
গোধূলীর আবছায়,
পাখি নীড়ে ফিরে চায় -
জীবনের আঙিনায়,
সময়ও যে বয়ে যায় -
অসীম করুণা অবগাহনে,
অকৃতজ্ঞ হৃদয়ের দহনে,
মর্ত্যের পিছুটানে সত্যের আহবানে
না পেরেও বারে বার স্মরেছি তোমায়.....
বরণ ওগো করেছি তোমায়.....
ঐ
- অচিন পথিক (Non destined Traveller)
Friday, March 5, 2010 at 5:57pm

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




