আলো আসবেই....
আলোর আশায় বন্ধো! সম্মুখে চেয়ে,
সূর্য স্নানের তরে দু'হাত বাড়িয়ে,
দেখিছো তিমির তুমি ঘোলাটে চোখে?....
হতাশায় বুক বেধেঁ, আলেয়ায় সুখ ভেবে ফিরে এসোনা!
পশ্চাতে নেই কভু আলো এষণা-
আলোর জন্ম সেতো কালোরই বুকে....
এ তিমির ক্ষণব্যাপী, রইবেনা চিরদিন-
আলোতো আসবেই একদিন,
আসতেই হবে তাকে....
কুয়াশার জাল ভেদী, আশার মশাল বেদী,
জ্বলবেই জ্বলবে সে ফের কোনদিন-
প্রভাতী সূর্য ঐ ডাকে....
দিগন্তে চেয়ে দেখো মিশে যায় কালো,
শতাব্দীর ক্যানভাসে ভেসে ওঠে আলো,
ক্ষীণ আশা বাতি জ্বেলে,
রাতি নাশা ভাতি মেলে,
দিগবলয়ের কোলে শুকতারা হাকে....
সূর্যটা না আসুক পূর্ণিমা আসবেই,
স্নিগ্ধ আলোয় ফের দিগন্ত ভাসবেই,
ছাইচাপা অনল কি চিরদিন থাকে?....
খোল খোল আজ তবে খোল বাতায়ন-
জানালায় উকিঁ দিয়ে সূর্যটা বারে বার সরে যায় দূরে,
আলোর মশালধারী!
সাতরঙা তাজ পরে জেগে ওঠ ওরে!
আধাঁরের বড়াই সেতো বৃথা আস্ফালন ॥
ক্ষণিকের আয়োজনে, পথিকের প্রয়োজনে,
মিলিয়ে যাবেই সেতো আলোর ঝলকে....
আলোতো আসবেই কোনদিন
আসতেই হবে তাকে।....
- অচিন পথিক
- ২৭.০৪.১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




