স্বপ্নবাজের সিন্দুকের খোলা দরজায়
হাওয়ার দাপটে সৃষ্ট শব্দ,
আলোর ঝলকানি- একটুখানি
আলো-আঁধারির খেলায় মূর্ত স্বপ্ন
অন্ধকারের আবদালে হারানোর গল্প; জানি
হঠাৎ উড়ে আসা পাখিটি যন্ত্রনায়
ডানা ঝাপটায় আর হয় নিয়ত জব্দ।
কোত্থেকে আগমণ পাখিটির?
আশার ভেলায় চড়ে একটি বিন্দুর মতো
ঐ দেখা যায় স্বপ্নের চাবি।
ইচ্ছে, তুই আর কতো হারাবি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




