ভেঙোনা বন্ধু; তোমারও হবে
জোড়া শালিকের ভোর,
তোমারও হবে আটপ্রহরের ঠাঁই - ভিটেমাটি ঘর।
যেতে দাও।
শেকলের ঝনঝন যতদূর যায়; আরো দূর
ঈশানের মেঘ ধোয়া মাটিতে বুনে বীজ,
পথের দিশারি হবে নিশানের সুর।
সময়ের ছাকনিতে জীবনের থেকে
নির্লোভ জীবনের চলে যাওয়া দেখে,
নিজঘরে রোজ রোজ সিধ কেটে কেটে
কদিন আর বেঁচে থাকে স্নেহের ভিটে!
দেয়ালে ঠেকে পিঠ, কদিন মেকি হেসে বাঁচি,
জি হুজুর অভিনয়ে শেয়ালের কাছাকাছি!
কেননা; গোয়ার-চামারের হাতে খোয়াড়ের চাবি,
খোয়াড় জানে কি জীবনের দাবি?
এইসব অযথা অধিকার ফলানো ক্ষেতে,
ফসলও ফলে না, বাতাস ওঠে না মেতে!
অথচ, মরে গেছে যে নদী, সেও জানে, একবার,
তারারা ছড়িয়ে গেছে আকাশে একশো হাজার।
ছড়াতে দাও এবং
উঠোনের থেকে পাখির ঠোঁটে উড়ে যেতে দাও,
জলে ভেসে যেতে দাও, বাতাস ওড়াক ধুলির মতো
সবশেষে ঘরে ফেরে আপন অক্ষত।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




