বোচাগঞ্জের এক অতিদরিদ্র মাতা-সন্তানের করুণ কাহিনী
পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় আর্থিক সহযোগীতা পেলো সালমা
শামীম হোসেন, বোচাগঞ্জ প্রতিনিধিঃমানুষ ঈদের যে আনন্দ কি তা জানেনা মাতা সালমা খাতুন ও মস্তিস্ক বিকৃত সন্তান সালাম ,মানুষ যখন শারদীয় দুর্গোৎসব ও ঈদ-উল আযহাকে ঘিরে আনন্দঘন পরিবেশে কেনাকাটা ও প্রতীমা দর্শনে ব্যস্ত সময় অতিবাহিত করছিল,ঠিক সেই সময়ে দেশের এক শ্রেণীর অতি দরিদ্র জনগোষ্ঠীর মাঝে পৌছায়নি এসব উৎসবের কোন বিষয়। তেমনি বোচাগঞ্জ উপজেলার ধনতলা নয়াপাড়া এলাকার সালমা খাতুন (৫০) ও তার একমাত্র মস্তিস্ক বিকৃত সন্তান সালামকে নিয়ে গত রোববার বেলা ১২টায় বোচাগঞ্জ উপজেলা পরিষদের সম্মুখে গাছের নিচে মাটিতে বসে মা সালমা খাতুন গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে বসে থাকে। এ অবস্থা দেখে আমাদের প্রতিনিধি সালমা খাতুনের সাথে কথা বলতে গেলে ভয়ে দাড়িয়ে উঠার চেষ্টা করে কিন্তু দাড়িয়ে উঠারও ক্ষমতা তার নেই। কারণ দীর্ঘদিন ধরে অভাবের কারণে তাকে ডায়াবেটিক, টাইফয়েড, হার্ট এ্যাটার্কসহ বিভিন্ন রোগে আক্রান্ত করে বসেছে। এই হৃদয় বিদারক মাতা সন্তানের দৃশ্য দেখে যে কোন মানুষের মনের মধ্যে বয়ে যেতে পারে কষ্টের ঝড়। সালমা খাতুন জানালো, আল্লাহ্ শুধু তাকে ও তার সন্তান সালামকে এ পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন। কষ্ট করে কইতে হয় আল্লাহ্ আর কোন আমাদের সুখের কারণ দেয়নি। কি যে পাপ করছিলাম যে এইভাবে বেঁচে থাকতে হচ্ছে। বর্ষার মৌসুম চলে গেল সারাটা বর্ষা মৌসুমে ঘরে বৃষ্টি পানি পড়েছে। তাই রাতে ঠিকমত ঘুমাতে পারেনি। অভাবের কারণে খাদ্য তো নেই মানুষের বাড়ীতে গেলে দয়া করে একটু ঝুটা খাদ্য খেতে দেয়। তাতেও আমার কোন ক্ষোভ নেই, তারা খাইতে দেয় তো। কিন্তু মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, পৌর চেয়ারম্যান, মেম্বাররা কেউ খবর নেয় না আমার। আমার বয়স ৫০ তাই তারা আমাকে বয়স্কভাতা দেয়না। না দেক বিধবা ভাতা তো দিতে পারে তাও দেয়। ঈদের যে আনন্দ কি তা আমি কখনো মালুম করতে পারেনি। আমার স্বামী মারা গেছে ২০ বছর আগে। তাই এখন ঘরের চাল ছাড়া আমার মাথার উপর আর কোন ছায়া নাই। এই ভাবে যে কতদিন বাচতে হইবো তা আল্লাহ্ জানে।এদিকে বোচাগঞ্জের এই অতিদরিদ্র মাতা-সন্তানের করুণ কাহিনী ঠাকুরগাঁও এর দৈনিক লোকায়ন ও ইন্টার নেটে এইচ টিভি সহ দেশের বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় এক হৃদয়বান ব্যক্তির সাড়া দিয়েছে। ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিসের স্যানেটারী ইন্সপেক্টর মোঃ মাহবুবুর রশিদ গত ১৪ অক্টোবর সোমবার ঠাকুরগাঁও থেকে প্রকাশিত দৈনিক লোকায়ন পত্রিকার অফিসে গিয়ে সংশ্লিষ্ট এলাকার সাংবাদিক ও হত দরিদ্র সালমা খাতুনের সন্ধান করে এবং নগদ অর্থ প্রদান করে। পত্রিকা কর্তৃপক্ষ বোচাগঞ্জ উপজেলা প্রতিনিধি শামীম হোসেনকে বিষয়টি অবগত করেন। ঠাকুরগাঁও লোকায়ন পত্রিকার বার্তা সম্পাদক ও এটিএন জেলা ফিরোজ্জমান সাংবাদিক শামীম হোসেনকে হতদরিদ্র সালমা খাতুনকে প্রদানের জন্য সহযোগিতার নগদ অর্থ হস্তান্তর করেন। পরে ১৭ অক্টোবর বিকালে সাংবাদিক শামীম হোসেন (দৈনিক লোকায়ন, করতোয়, , যুগের আলো, জনমত, ও মাই টিভি পঞ্চগড় জেলা প্রতিনিধি) এর বোচাগঞ্জ উপজেলা রোডস্থ কার্যালয়ে উক্ত অর্থ দরিদ্র সালমা খাতুনকে প্রদান করেন। এসময় দৈনিক ইত্তেফাক বোচাগঞ্জ প্রতিনিধি মোঃ সফিকুল আলম, সাংবাদিক সাজ্জাদ হোসেন, রেজানুল হক রেজু, ও ঠিকাদার অরবিন্দু কুমার ধর দুলু প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, নগত অর্থ পেয়ে সালামা খাতুন তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ”এই টেকা দিয়া আমি অহন ওষুধ কিনুম চাউল কিনুম, ডাউল কিনুম আর কোরবানীতে পাওয়া মাংস দিয়া কয়টা দিন ভাল কইরা আমর পাগলা বেটা সালামরে লইয়া খামু”। ডাচ্-বাংলাব্যাংকের ০১৭২০৬৮৯৩৫০২ নাম্বার মোবাইল অ্যাকাউন্টে যে কোন হৃদয়বান ব্যক্তি এ হত দরিদ্র মাতা-সন্তানকে আর্থিক সহযোগীত করতে পারেন।
শামীম হোসেন, বোচাগঞ্জ প্রতিনিধিঃ০১১৯১৫০৩৭৪২
বোচাগঞ্জরে এক অতদিরদ্রি মাতা-সন্তানরে করুণ কাহনিী পত্রকিায় সংবাদ প্রকাশতি হওয়ায় র্আথকি সহযোগীতা পলেো সালমা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ঘরে ফেরার টান
ছবি নেট।
তুমি মানে
সমস্ত দিনের ক্লান্তি শেষে
নতুন করে বেঁচে থাকার নাম।
তুমি মানে
আড্ডা,কবিতা,গান
তুমি মানে দুঃখ মুছে
হেসে ওঠে প্রাণ।
তুমি মানে
বুক ভরা ভালোবাসা
পূর্ণ সমস্ত শূন্যস্থান।
তুমি মানে ভেঙ্গে ফেলা
রাতের নিস্তব্ধতা... ...বাকিটুকু পড়ুন
তুমি মানে
সমস্ত দিনের ক্লান্তি শেষে
নতুন করে বেঁচে থাকার নাম।
তুমি মানে
আড্ডা,কবিতা,গান
তুমি মানে দুঃখ মুছে
হেসে ওঠে প্রাণ।
তুমি মানে
বুক ভরা ভালোবাসা
পূর্ণ সমস্ত শূন্যস্থান।
তুমি মানে ভেঙ্গে ফেলা
রাতের নিস্তব্ধতা... ...বাকিটুকু পড়ুন
বজলুল হুদাকে জবাই করে হাসিনা : কর্নেল (অব.) এম এ হক
মেজর বজলুল হুদাকে শেখ হাসিনা জবাই করেছিলেন।
(ছবি ডিলিট করা হলো)
শেখ মুজিবকে হত্যার অপরাধে ২৮শে জানুয়ারী ২০১০ এ মেজর (অব.) বজলুল হুদা সহ মোট ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রাত... ...বাকিটুকু পড়ুন
মি. চুপ্পুর পক্ষ নিয়েছে বিএনপি-জামাত; কারণ কী?
বিএনপি গত ১৬ বছর আম্লিগের এগুচ্ছ কেশও ছিড়তে পারেনি অথচ যখন ছাত্ররা গণহত্যাকারীদের হটিয়েছে তখন কেন বিএনপি চু্প্পুর পক্ষ নিচ্ছে? অনেকেই বলছে সাংবিধানিক শুন্যতা সৃষ্টি হবে তার সংগে বিএনপিও... ...বাকিটুকু পড়ুন
ব্লগারেরা প্রেসিডেন্ট চুপ্পুমিয়াকে চান না, কিন্তু বিএনপি কেন চায়?
**** এখন থেকে ১৯ মিনিট পরে (বৃহ: রাত ১২'টায় ) আমার সেমিব্যান তুলে নেয়া হবে; সামুটিককে ধন্যবাদ। ****
***** আমাকে সেমিব্যান থেকে "জেনারেল" করা... ...বাকিটুকু পড়ুন
ফিকাহের পরিবর্তে আল্লাহর হাদিসও মানা যায় না
সূরা: ৪ নিসা, ৮৭ নং আয়াতের অনুবাদ-
৮৭। আল্লাহ, তিনি ব্যতীত কোন ইলাহ নাই। তিনি তোমাদেরকে কেয়ামতের দিন একত্র করবেন, তাতে কোন সন্দেহ নাই। হাদিসে কে আল্লাহ থেকে বেশী... ...বাকিটুকু পড়ুন