সাংবাদিক শামীম হোসেন বোচাগঞ্জ ।।
বোচাগঞ্জের ৬নং রনগাঁও ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত শুকুর আলীর দরিদ্র পরিবারের অসহায় মানসিক প্রতিবন্ধী মোছাঃ ফেরদৌসি (২২) কে সরলতার সুযোগ নিয়ে একই গ্রামের মৃত তছিরউদ্দীনের পুত্র ৩ সন্তানের জনক মোঃ ছোলায়মান ওরফে ছলে গত ১ বছর ধরে নানা কৌশলে শারিরীক সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ফেরদৌসী অন্তসত্বা হলে ঘটনাটি জানাজানি হয়। দরিদ্র অসহায় পরিবারের এই মানসিক প্রতিবন্ধী মেয়েটিকে অন্তস্বত্বা করার ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ ও ঘৃনার সৃষ্টি হয়েছে । বিষয়টি প্রথমে সুষ্ঠ বিচারের জন্য স্থানীয় ইউপি সদস্য মোঃ রিয়াজুল ইসলাম দায়িত্ব নিলেও চতুর ছলেমান প্রভাবশালী হওয়ায় সে কৌশলে কালক্ষেপন করতে থাকে। এলাকাবাসী দরিদ্র এই মেয়েটিকে নায্য বিচার পাইয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ এলাকার জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এলাকার মানুষ ছোলায়মানকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে সে তার দ্বারা ফেরদৌসী অন্তসত্বা হওয়ার কথা স্বীকার করে তাকে বিয়ে করতে রাজি কিন্তুু এখানেও তার বিভিন্ন ছল চাতুরির কারনে অন্তসত্বা ফেরদৌসি তার অনাগত সন্তানটির ভবিষ্যত নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। প্রভাবশালী ছোলামানান বীরদর্পে তার দোষ স্বীকার করলেও দরিদ্র অসহায় মানসিক প্রতিবন্ধী ফেরদৌসী তার অনাগত সন্তানের পিতৃত্বের পরিচয় নিয়ে অসহায়ত্বের জীবন যাপন করছে। এ ব্যাপারে সাথে কথা বললেফেরদৌসির মা বয়সের ভারে নুয়ে পড়া মোছাঃ মালেকা আকুতির কন্ঠে জানান, গরিব মানুষের কি বিচার নাই বারে। মোর বেটিক নিয়ে এলা কুনঠে যাম। হামার গরিবের জন্য কি কাহো নাই। সে কান্না জড়িত কন্ঠে জানান, আমি আমার সন্তানের গর্ভের পিতৃত্বের পরিচয় চাই, আমি ন্যায় বিচার চাই।স্থানীয় ইউপি সদস্য রিয়াজুল ইসলাম আমাদের প্রতিনিধি আমাদের প্রতিনিধি শামীম হোসেনের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার আলোচনায় বসা হলেও ছোলায়মান নানা কৌশল চাতুরীর কারনে অসহায় মেয়েটি নায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।। এব্যাপারে অভিযুক্ত এই বিষয়ে ছোলায়মানের সাথে কথা হলে সে অকপটে বলে সে কিছুই জানেনা। এ বিষয়ে মামলা প্রক্রিয়া চলছে।
মোঃ শামীম হোসেন
বোচাগঞ্জ (দিনাজপুর)
মোবা- ০১৭২০৬৮৯৩৫০/১৬৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


