দেড় বছরের শিশু নাহিদের বিশ্ময়কর শারীরিক কশরতে বোচাগঞ্জের সার্কাস দর্শকেরা মুগ্ধ।
বোচাগঞ্জ উপজেলা আয়োজিত বৈশাখী মেলায় চোখ ধাধানো শারীরিক কসরত ও সামাজিক নৃত্য প্রদর্শন করে দর্শকদের মাতিয়ে তুলেছে ‘দি নিউ সজিব বাংলা সার্কাস”।
কামাল সরকারের কলস ও ফায়ার ডেন্স, দেড় বছরের শিশু নাহিদ সরকার লেটার ব্যালেন্স, বর্ষা, শিরি ব্যালেন্স, লিডার ব্যালেন্স, কলসি, ফায়ার ডেন্স, ষ্ট্যান্ড সাইকেল ব্যালেন্স, পেন্টেল ফ্যান সহ ১৬টি শারীরিক কশরতের খেলা দেখিয়ে বৈশাখী মেলা জমিয়ে তুলেছে ‘দি নিউ সজিব বাংলা সার্কাসের নৃত্য শিল্পী রেশমা, বৃষ্টি, লাবলি, বাবু, আরিফ খান, বাবু সরকার সহ অন্যান্য শিল্পী ও কুশলীরা। মেলা কমিটির আহব্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী ও সদস্য সচিব সাজ্জাদ হোসেন সাজু, জুলফিকার আলী ও জাকারিয়া জানালেন সর্বস্তরের দর্শকদের বিনোদনের জন্যই এই সামাজিক সার্কারের আয়োজন করা হয়েছে। সার্কাসের সত্বাধিকারী জুয়েল রানা জানালেন অর্থাভাবে জীবজন্তু সহ আরও উন্নত মানের খেলাধুলা প্রদর্শন করা সম্ভব হচ্ছে না। আমাদেরই সার্কাস একমাত্র কোন প্রকার অশ্নীল নৃত্য প্রদর্শনে বিশ্বাসী নয়। তিনি মনে করেন প্রতিটি সার্কাসে সামাজিকভাবে নৃত্য প্রদর্শন করা হলে নারী-পুরুষ সহ সর্বস্তরের মানুষ এ সার্কাস শিল্প দেখতে আগ্রহ প্রকাশ করবে।
শামীম হোসেন
মোবাইল ঃ ০১৭২০৬৮৯৩৫০।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


