আমার একটা প্রশ্ন আছে, ব্যারিষ্টার রফিকুল হক, ডঃ কামাল হোসেন, এডভোকেট জয়নুল আবেদীন,এডভোকেট মাহবুব হোসেন, ব্যারিষ্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া, ডঃ শাহদীন মালিক, এমনকি জনস্বার্থে মামলাখ্যাত মঞ্জিল মোর্শেদকে।
আপনারা কি এ কয়দিন পত্রপত্রিকায় পড়েননি সুরঞ্জিত সেনগুপ্তের ঘুষের টাকা ধরা পড়ার কাহিনী? কিংবা মানবজমিন ও অন্যান্য পত্রিকায় চিটাগাঙ রেলের তৃতীয়-চতুর্থ শ্রেনীর কর্মচারী নিয়োগে ৪০০কোটি টাকা ঘুষ বানিজ্যের কাহিনী? আপনাদের কি একটু মায়া হয় না দেশটার জন্য? একবারও কি মনে হয় না, দেশের বড় বড় ডাকাত ধরা পড়ুক? যদি হয়, তাহলে সুরঞ্জিতকে ধরার জন্য একটু ব্যবস্থা করেন না কেনো? যে লোকটি এত সাহস করে এই চুরির টাকা ধরিয়ে দিল, সেই ড্রাইভার আজম খানকে সরকারী বাহিনী গুম করে রেখেছে। আপনারা জনস্বার্থে একটা মামলা করে এই ড্রাইভারটাকে বাঁচাতে পারেন না? এই লোকটিকে উদ্ধার করে তার কাছ থেকে সুরঞ্জিত-ফারুক-মৃধাদের ডাকাতির সব গোপন তথ্য বের করে আইনের মুখেমুখি করার একটা ব্যবস্থা করুন। অন্তত জনস্বার্থে একটা উপকার করুন জাতির।
আপনারা তো নিশ্চয় ভাগ পান নি সুরঞ্জিতের টাকার? তাহলে জাতির স্বার্থে আপনাদের কাছে এ কাজটুকু কি আমরা আশা করতে পারি না?
—

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




