টিকফা বা টিফা চুক্তি সম্পর্কে খুব বেশি জানি না, তবে এটুকু পড়লাম যে এই চুক্তি করতে গিয়ে পাকিস্তানকে তার দেশের কৃষিতে প্রদেয় ভর্তুকির পরিমাণ কমাতে হয়েছে - এর ফলে না কি ওপেন মার্কেট ইকনমি আরও গতিশীল হবে।।
তো আমাদের টিকফা চুক্তিতেও এমন একটা ধারা থাকার সম্ভাবনা খুবই প্রবল। এইরকম একটা ধারা থাকলে আমাদের কৃষিতে স্বয়ংসম্পুর্ন হওয়ার বদলে কৃষি পণ্য ও খাদ্য পণ্য আমদানি করতে হবে যা আমাদের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তাকে হুমকিতে ফেলবে।
আর যুক্তরাষ্ট্রও এটাই চায় কেননা, উন্নয়নশীল দেশগুলো খাদ্য পন্যের চাহিদা মেটাতে আমদানি নির্ভর হলে, দীর্ঘ মেয়াদে যুক্তরাস্ট্র তার অর্থনীতিকে সুসংগঠিত করতে পারবে । যার ফলে ১৯৩০ এর মত মহামন্দা বা ২০০৮ এর মত অর্থনৈতিক মন্দা যদি আবার আসে তবে তারা সেটা খুব সহজেই কাভার দিতে পারবে।
সুতরাং আপাত দৃসটিতে টিকফা খুব বেশী ক্ষতিকারক মনে না হলেও দীর্ঘমেয়াদে এটা আমাদের জন্য একটা ভাবনার বিষয় হয়ে উঠবে। সুতরাং এটা নিয়ে ইফেক্টিভ বার্গেইনিং করার উপযুক্ত সময় এখনই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




