প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে তোরণ, টানানো হয়েছে তার ছবি।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবদুল মান্নান সাংবাদিকদের জানান, বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের পর প্রধানমন্ত্রী দুপুরে তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরে আড়াইশ শয্যার আধুনিক হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
পরে প্রধানমন্ত্রী ডাক বাংলোয় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকাল সাড়ে ৩টায় তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন।
আশুগঞ্জের এ বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশের ৪৭তম। এ কেন্দ্রটি থেকে উৎপাদিত বিদ্যুৎ বরিশাল এবং পার্শ্ববর্তী চারটি জেলার দৈনিক গড় চাহিদার সমান।
৫৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুত সরাসরি জাতীয় গ্রিডে যোগ হবে। নতুন এ বিদ্যুৎ কেন্দ্রের মালিক প্রিসিশন এনার্জি লিমিটেড। এ কেন্দ্র থেকে বিপিডিবি ৩ বছর মেয়াদি চুক্তিতে বিদ্যুৎ কিনবে।
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) ১ একর জমির ওপর ২০০৯ সালের ১ জুন এ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়।
নতুন এ কেন্দ্রের দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ১০ এমসিএফ (মিলিয়ন ঘনফুট)। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি তা সরবরাহ করবে।
বর্তমানে দেশে ৪৭ শতাংশ মানুষ বিদ্যুত সুবিধা পায়।
এখন দেখা যাক কত শতাংশ বিদ্যৎ বাড়াতে পারে
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১০ দুপুর ১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



