ইন্টারনেটের ইতিহাসে প্রথমবারের মতো ইংরেজি অক্ষরের বাইরে অর্থাৎ নন-ল্যাটিন বর্ণমালায় ওয়েবসাইট চালু হয়েছে। এর আওতায় ইংরেজি বর্ণমালা ছাড়াও অন্যান্য ভাষার অক্ষরে ডোমেইন ঠিকানা নেয়া যাবে। জানা গেছে, এই সুযোগে প্রথমবারের মতো নিজেদের বর্ণমালায় ডোমেইন ঠিকানা নিয়েছে মিশর, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। খবর টেলিগ্রাফ অনলাইনের।
ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন) এর কাছে ২০টির অধিক রাষ্ট্র নিজেদের ভাষায় টপ লেভেল ডোমেইন ঠিকানার জন্য আবেদন করেছে বলেই জানিয়েছে টেলিগ্রাফ। এদের মধ্যে চীন ও থাইল্যান্ড রয়েছে বলে জানা গেছে। বলা হচ্ছে, ইন্টারনেটের ইতিহাসে এটিই সবচে বড়ো অর্জন।
জানা গেছে, আইসিএএনএন-এর এই প্রকল্পটি গত বছরের মাঝামাঝি প্রকাশিত হলেও সংস্থাটি এর জন্য কয়েক বছর ধরেই কাজ করে আসছে বলে।
উল্লেখ্য, আরবিতে টপ লেভেল ডোমেইনের ওয়েবসাইট উদ্বোধন করা হলেও এখনই সব কম্পিউটার থেকে সেসব ঠিকানা টাইপ করা না-ও যেতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। এর জন্য দরকারি ল্যাংগুয়েজ প্যাক ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইনস্টল করার পরামর্শ দিয়েছে আইসিএএনএন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



