
দিনটা নাকি মেহনতি মানুষদের জন্য। যারা তাদের ঘাম-রক্ত দিয়ে পৃথিবীটাকে আমাদের বাসযোগ্য করে রাখছে। তাদের জন্য আমাদের দরদ বেশীরভাগ ক্ষেত্রে মুখেই। রিক্সায় বসে বাতাস খেতে খেতে ঐ রিক্সাচালককে নিয়েই সুন্দর কবিতা বা গল্প লিখতে পারি আমরা। কিন্তু সে গল্প কবিতা তারা বোঝে না। তারা বোঝে পেটের তাড়না। সেই চালক যখন ভাড়ার সাথে ৫-১০টাকা বেশী চায় তখন কবিতা ভুলে মুখ দিয়ে গালি বের হয়। বেশী পুরুষত্ব কিন্তু কম মানবিকতার কয়েকজন তো হাত-পাও ছোড়েন।
একবার ভাবেননা, এই মেহনতি মানুষগুলো না থাকলে আমরা জঙলেই থাকতাম। সভ্যতা আর আসতো না। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে, টাটকা খাবার খেয়ে, উর্বর মস্তিষ্ক নিয়ে অনেক তত্ব উপাত্ত বের করা যায়। কিন্তু সেগুলো প্রয়োগ এই মেহনতি মানুষরাই করে। আর সেই ফলভোগ করে তাদের দুক্ষে, আহা উহু করে, কয়েকফোটা গ্লিসারিন ঢেলে জীবনকটিয়ে দেই আমরা।
ভালই তো, উটপাখি হয়েই থাকতে হবে। কিন্তু ডানা থাকা সত্বেও উড়তে পারব না।
মহান মে দিবসের শুভেচ্ছা সবাইকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


