কবিরা ভাবুক হলে কবিতারা ভাবনা
কবিরা দু:খ হলে কবিতারা কান্না।
কবিরা নেতা হলে কবিতারা ভাষ্য
কবিরা কৃষক হলে কবিতারা শষ্য।
কবিরা তীর হলে কবিতারা এইম
কবিরা প্রেমিক হলে কবিতারা প্রেম।
কবিরা আকাশ হলে কবিতারা নীল
কবিরা নৌকা হলে কবিতারা বিল।
কবিরা পাগল হলে কবিতারা পাগলামী
ঠিক যেমন এখন আছি তুমি আর আমি।
কবিরা কবিই হয় আর কবিতারা কাব্য
কবি আর কবিতা নিয়ে আর কত ভাববো?
কবিরা অহংকার করলেও কবিতারা করেনা
এই জগতে কবিরা ঠিকই মরে কিন্তু কবিতারা মরেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



