ভালবাসী বললে যদি, চললে কেন অন্য পথে....?
মনটা আমার সাগর হলে পারতে তুমি নদী হতে
হাতটা যখন রাখলে হাতে, আবার কেন ফিরিয়ে নিলে...?
পথটা আরও সহজ হত একই পথে পা বারালে....
চোখটা যদি রাখলে চোখে আবার কেন ফিরিয়ে নিলে...?
স্বপ্নগুলো সত্যি হত অন্য চোখে না তাকালেই,
হয়তো আমার ভুলটা ছিল ভুল দরজায় কড়া নেড়ে
তাই তো জীবন কাটছে তার স্মৃতির পাহাড় জুড়ে।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



