মডারেশন স্টেটাস জিনিসটা আমার কাছে ক্লিয়ার না । "আপনাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেবার আগে আপনাকে ৭দিন পর্যবেক্ষনে রাখা হবে। প্রথম পাতায় লেখা পোষ্ট করার সুবিধা পেতে ভালো লেখা পোষ্ট করুন এবং ব্লগের নিয়ম মেনে চলুন"।এই জিনিসটা দেইখা আমি প্রথম এ ভাবছিলাম প্রথম এ একটা পোস্ট করা লাগবে,এরপরে ৭ দিন অপেক্ষা,এর পরে সেই মন্তব্য করার সুযোগ পাওয়া।যাই হোক,আলসেমির কারণে আমার পোস্ট ই করা হয় নাই। তবে সামু তে নিয়মিত ঢুকতাম আর সামু থেকে অনেক বিষয় এ অনেক তথ্য পাইছি। সামু থেকে প্রথম প্রথম লগিন করতে পারি নাই বাংলায় নিক দিয়ে ঢুকতে যাইতাম কিন্তু লগিন হইত না যাহোক তখন ভাবতাম এই জন্যই কমেন্ট করতে পারিনা পরে অবস্য বুঝতে পারছি ইংলিশ নিক এ ঢুকি না বলেই লগিন হয়না যাহোক পরে লগিন কইরা ঢুইকাই বুঝতে পারছি শুধু লগিন এ লাভ নাই এবং ওই মডারেশন স্টেটাস চোখে পরে । আমি এখনো জানিই না,এই স্টাটাস এর পরের স্টেট টা কি ? তখন কি লেখা থাকে আপনি একজন পরিনত ব্লগার
কথা সেইটা না,যেইখানে একটা পোস্ট ই দেওয়া হয়না;সেইখানে শুনলাম এক পোস্ট এ কাজ হবে এমন কোনো কথা নাই
কেননা আমার মতে এইটা খুব ই বিব্রতকর,হতাশাজনক একজনের জন্য যে সে খালি পোস্ট দিয়ে যাবে আর ওই একই নোটিশ দেখতে থাকবে. তাই না ?আর মাঝখান দিয়া দেখবে ১/২ টা পোস্ট দিয়াই ১/২ দিন এর মধ্যে অনেকে ধুমায়া কমেন্ট কইরা যাইতেসে সেই দুর্ভাগা ব্লগার কি তার লেখার দুর্বলতা একটা রিপোর্ট আকারে পাইতে পারে না মডারেটর দের কাছ থেকে ?সবাই কি বলেন ?ভাই একটু ভাবেন,একজন একটা আপাত দৃষ্টিতে নারী নিক না এমন একটা নিক নিয়া লিখতেসে আর উনার কাছে মনে হইতেছে উনি ই উনার লেখার পাঠক,তাইলে লেখার প্রেরণা টা কত দিন থাকে?বিশেষ করে ব্লগ লেখার জন্য এইটা কতটুক হতাশার !!
এই জিনিস টা আরো বড় ভাবে ধরা পরছে আমার এই পোস্ট টা দেখে
Click this link
অন্তত আমার কাছে উনার পোস্ট গুলা নতুন যাদের লেখা প্রথম পাতাতে আসছে তাদের চেযে ভালো লাগছে। অবস্য কথা উঠতে পারে যার কোনো পোস্ট নাই সে আবার কি বুঝে
আমার একটা বিনীত অনুরোধ লেখাটা মডারেটর যে পরছেন এইটার একটা নমুনা কি রাখা যায়না ?মানে এই জন্য এইটা প্রথম পাতাতে আসবে না আরো ভালো লেখার জন্য উনাকে অনুসরণ করুন ,এই টাইপ উপদেশ আরকি
আমি এই লেখা টা গুগল transliteration বেবহার করে করছি; অনেক বানান জানা সত্তেও ঐটা দিয়ে ঠিক করতে টাইম লাগাতে আর ধৈর্যে কুলায় নাই আর খুব গুছিয়ে লিখতে পারি নাই এইটাও বুঝতেসি
সবাই ভালো থাকেন
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





