কী এমন যাদু আছে ফুটবলে বলো
আমাদের দাদু বলে খেলা দেখি চলো
বড় কবি বনে যায় বড় ক্রীড়ামোদী
আমূল বদলে যায় শিল্পের বোধই
কলামে কবির লেখা পড়ি আর হাসি
কবিতায় শোনা যায় রেফারির বাঁশি
ফুটবল সেতো এক গোলাকার ধাঁধা
কোরাসে এগারজন মিলে গলা সাধা
জটিলতা আধুনিক কবিতা সমান
সবুজ অন্তপ্রাসে ঘাসে লেখা গান
পায়ে পায়ে ঘুরে ঘুরে ফুটবল সুর
আফ্রিকা ছেড়ে যায় দূর বহুদূর
দুইদল দুইদিকে এপিক কখন
মাত্রার হেরফেরে ছন্দপতন
রেফারি চেঁচিয়ে ওঠে ফাউল ফাউল
গ্যালারিতে গান ধরে লালন বাউল
মাঝমাঠ থেকে আসে সনেটের স্বর
জালেবলে জড়াজড়ি আবেগের ঝড়
গোল গোল চিৎকারে কানে ধরে খিল
কবি সেখানে খুঁজে পায় জীবনের মিল
দুহাজার দশে ফিফা ছড়ালো আগুন
নতুন প্রতিভা পেল নির্মলেন্দু গুণ।
(বিনয় বর্মন, ১১-০৭-২০১০)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



