আজকে ফাইনাল খেলা। দুপুর ১২ টায় আমার পড়া ছিল যাব কিনা ভাবছিলাম এসে খেলার সূচনাটা না আবার মিস হয়ে যায়। যাই হোক গেলাম পড়তে ১২ টার পড়া শুরু হল ১ টায়, তাতেও সমস্যা নাই স্যারকে বললাম আজ পনে দুইটার মধ্যে পড়া শেষ করা চাই। স্যার বুঝতে পেরে শুরু করলেন টালবাহানা! ১টা ৩৫ এ অর্ধেক পড়া পড়ে আমরা সবগুলা দে দৌড়! স্যার বলে আরে আর একটু পড়ে যা, আমি বলি আগামী ক্লাসে দুইঘন্টা লাগাইয়া পড়াইয়েন, আজকে আর থামাথামি নাই!
এক দৌড়ে বাসায়। পনে দুইটায় বাসায় এসে দেখি আম্মু খাবার বেরে বসে আছেন। আর ওই দিকে আব্বু আগেই খেলার চ্যানেল অন করে আছেন আমার আগেই। ভালো কথা, খেতে যাবো আম্মু ডাকে আমি টিভি অফ করতে নিষেধ করায় আম্মু আমাকে দিল এক ঝারি, " এক সাথে বসে খা! টিভি দেখে খাওয়া লাগবে না! মনটাই খারাপ হয়ে গেল। গেলাম খেতে। চার মিনিট হল ১টা ৫৭বাজে ঘড়ির দিকে চোখ পড়তেই তাস করে বলে বসলাম এখন টস হবে। আব্বা চুপচাপ খাইতেসিলেন আমার মুখের দিকে তাকাতেই আম্মুরে বলি আজকে ফাইনাল খেলা। আম্মু বলে ওওওওহ! এই জন্যই টিভি দেখে খেতে চাইসিলি। আর কোন কথা নাই। ওই দিকে আব্বু খাবার প্লেট রেখেই টিভির রুমে দৌড়! আমিও এক হাতে প্লেট আরেক হাতে আচারের বাটি নিয়া আব্বুর পিছনে পিছনে দিলাম একটা দৌড়! টিভি অন হয়ে গেল ঠিক এক মিনিট পরে টস! যাক মিস হয় নাই তাইলে!!! আমি আবার দৌড়ে গিয়ে আব্বুর প্লেট নিয়ে আসলাম। বাপ-বেটি খাইতেসি আর টস দেখতেসি। আহ! কি আরাম! মা এসে তরকারি আর ভাত দিয়ে গেলেন প্লেটে!! তাও আজকের খেলার এক একটা সিন মিস করা যাবে না!!!
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৬