বুঝতে পারি, পৃথিবীর অন্যসব ব্যস্ত মানুষের মতো দিন পার করা।
ঘুম থেকে উঠে রোবেটের খোলসে ঢুঁকে পরা ৷
সার্কাসের ক্লাউনের মতো নাচানাচি শুরু করা ৷
বেঁচে থাকার বিবিধ কাজ, অর্থনৈতিক ছোটাছুটি,
তেলনুনডালের সংসারে সং সেজে থাকা ৷
নিজের বলে কিছুই নেই ৷ কোন উৎসব নেই হৃদয়ে।
কোন বন্ধন নেই, আবেগ, অনুভূতি নেই, মেশিনের মতো কাজ করে যাওয়া ৷
মাথা ভেতর একটা আকাশ থাকবে, ভাবনার উৎসব ৷ জলের নিমগ্ন ছায়ায় ছুঁয়ে দেখবো তোমাকে ৷
ঝিরঝিরে হাওয়ার নাচন হবে সমস্ত হৃদয় জুড়ে ৷ এসব স্বপ্নের কিছুই হয় না আর ৷
আসলে নিজের বলে কিছুই নেই কোন মানুষের ৷
বেঁচে থাকাটাই বড় কঠিন ৷ পেন্ডুলামের মতো দুলছে সময়, সময়ের ক্ষয় হতে থাকে কেবলি ৷
আমরা হাঁতড়াতে থাকি ছায়া, নিবিড় কোন বৃক্ষের আঁচল ৷
আপন বন্ধনে পাখির নিভৃততম সুখ ৷ অথবা নিজেকেই খুঁজে ফিরি নিরলস অন্ধকারে ৷
আমরা আহত হই মানুষের কাছে ৷ ছিঁড়ে খুঁড়ে একাকার হয়ে যাই, ছিন্নভিন্ন হয়ে যাই ৷
তারপর নিজের সবকিছু জোড়াতালি দিয়ে নতজানু মানুষের মতো, আবার হাঁটতে থাকি ৷
পৃথিবীর সবচেয়ে অসহায় জীবনে ৷
মানুষের কিছুই নেই এ পৃথিবীতে, আত্নহননের আগে লালশাক, পুঁই মাঁচা, ধানক্ষেত কেবলি ছবি হয়ে থাকে ৷
আমাদের কিছুই করার নেই ৷
মানুষের কিছুই করার নেই ৷
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



