আমায় রেখো দূর দূরান্তের পাহাড়ের নকশায়
আমায় রেখো বসন্তের গাঁদায়,
আমায় রেখো শীতের রোদ্দুরে
আমায় রেখো বাদলও দিনের প্রথম কদমে।
আমায় রেখো ভোরের স্নিগ্ধতায়
আমায় রেখো বিস্তৃর্ণ বনভূমির সবুজে ,
আমায় রেখো না হয় বেলা শেষের একটি কবিতায়!

সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০২৩ রাত ২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



