ঘোর অন্ধকারে কেউ যদি শিকার করতে যাই তাহলে কি ঘটনা ঘটতে পারে আপনি নিজেই ভালো জানেন; শিকার করার বদলে নিজেই উল্টাভাবে শিকার হওয়ার সম্ভাবনা বেশি থেকে যাই ।
আলো হচ্ছে অন্ধকারকে দূরীকরণের মহাষুধ । মানুষের ভয় জন্মায় অন্ধকার জগতে; সেজন্য ভয়কে বিদূরিত করতে হলে চাই আলো । আলো হতে পারে জ্ঞানের কিংবা দৃশ্যমানের । বিশ্বাসের অবতারণা হচ্ছে অন্ধকারের গভীরে আর আলোর গভীরতা হচ্ছে জ্ঞান এবং প্রজ্ঞানে । ভয়কে দূর করতে আলোর প্রয়োজনীয়তা অপরিহার্য তাই চাই মনুষ্যজ্ঞানপলব্ধি ।
প্রভু অনুসারী মানুষের জীবনের কোন মূল্য নেই কিন্তু তবু ও জীবনকে শারিরীকভাবে বেঁচে রাখতে এই শ্রেণীর মানুষের কমতি নেই । সুবিধাবাদীরা হেরে গিয়ে ও জয়ী সাজে । বারংবার হেরে যাওয়ার পর প্রভুর আশ্রয়ে মাথা নুয়াই আর প্রভুর ছায়ার তলে নিজেকে বাঁচিয়ে রাখতে প্রাণপণ চেষ্টা করে যদিও সে জানে না সে সমাজকতৃক মৃত ।
অজ্ঞতা হচ্ছে অন্ধকার জগতের চালিকাশক্তি যদিও মানুষের অজ্ঞতার মাঝে আটকিয়ে থাকার প্রবণতা খুব তীব্র; সেদরুণ মানুষ অন্ধকারে শিকার করতে গিয়ে নিজের জীবনকে বিসর্জন দেই যদিও সে নিজেকে একজন শহীদ হিসেবে জাহির করতে যুদ্ধ ঘোষণা করে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




