সামু ব্লগ খুলেছি মনে হয় ২বছরের ও বেশী হচ্ছে।ফ্রি বেসিকস থেকে খুলেছিলাম।কিন্তু খুব একটা এক্টিভ ছিলামনা।গল্প পড়তাম শুধু,তাও লগইন করতাম না।মাঝখানে একটিভ হওয়ার চেষ্টা করেছিলাম।কিন্তু আশাহত হয়ে পুনরায় ইনেক্টিভ।ইদানিং কয়েকমাস ধরে আবার এক্টিভ থাকার চেষ্টা করছি।পোস্ট/কমেন্ট করে পরিচিত হওয়ার চেষ্টা করছি।যটেষ্ট সাপোর্ট পাচ্ছি সিনিয়র ব্লগারদের।বিশেষ করে প্রান্তর পাতা,কাইকর,রাজীব নুর ভাই ও সামু পাগলা০০৭ আপুকে ধন্যবাদ জানাব পাশে থাকার জন্য।চাদগাজী,নিজাম উদ্দীন মন্ডলের মতন সিনিয়র ব্লগাররাও আমার ব্লগে ঢু মেরেছেন জেনে আনন্দিত বোধ করছি।
প্রতি সপ্তাহেই নতুন কিছু না কিছু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব।পাশে থাকার জন্য অনুরোধ রইল সবার কাছে।সামু ব্লগে আমার প্রথম ঈদ।জুনিয়র হিসেবে ঈদের সেলামির আশা করতেই পারি।
ঈদ মোবারক সবাইকে।

সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



