আমাদের বাংলাদেশীদের মধ্যে জাতীগত ভাবে চেহারার কোনো মিল নাই, মনের মধ্যেই মিল নাই......আমাদের পুর্বপুরুষ ছিলো চাষাভুসা.....বৃটিশদের ঠেলা গুতা খায়া অভ্যাস......এক সময় বৃটিশরাও লেংগুর তুলে পালায়......কারন আমাদের ঘাড় এতোই তেড়া, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ...ইত্যাদি সব মিলাইয়া বৃটিশদের পাছায় বিষ ফোঁড়া হয়ে দাড়াই আমরা....আমরা বলতে , আমরা বাংলাদেশি, ইন্ডিয়ান আর পাকিস্তানী। এই তিনের মধ্যে ইন্ডিয়া একটা দিকে আগায়ে ছিলো.....ওদের প্রাকৃতিক বৈচিত্র বেশী তাই এইডা যাতে মাথা চারা দিতে না পারে, তাই দুই পাশে পাকিস্তানরে বসায় দিলো। কিন্তুক ঐ যে কইসি মনের মিল নাই.....ঐডাই হইসে........পশ্চিম পাকিস্তান কয় , আমরা সাইজে বড়....সুতরাং আমরাই বড় ভাই......অন্যদিকে আমরাও কই আমাদেরকেও বড় কইতে হইবো....নাইলে খেলুম না.....। কেউ কইনা....চলেন, ভাগেযোগে খাই......। (যাক আলহাম্দুলিল্লা......ঐডি আলাদা হইসে.....৭১ তিরিশ লাক্ষ আত্নার বদ দোয়া লাগসে ও দের উপর......... যেই ব্যাবীচার করসে.....)। যাই হোক আমগোর মধ্যে কেচাল লাগলো......ইন্ডিয়া বইসা বইসা হাসে.....দুর্বলের দিকে করুনা সবারই হয়.....তাদেরও হইসে। তারা মুজিব সাহেবেরে বললো......"চিন্তা কইরোনা....আমরা আসি....১০০% সাপোর্ট পাইবা। মুজিব সাহেব খুশি.....ঐ দিকে আমরা সাধারন পাবলিকেরতো মেজাজ খারাপ.....
স্নায়ু যুদ্ধে অমেরিকা হেরে যাচ্ছে......প্রেসিডেন্ট খুব ঘোস্ষা হন.....উনাকে খুশি করার জন্যই পাকিস্তানকে আরো ভয় দেখিয়ে দেওয়া হয়।
পাকিস্তান তখন বলে "কি হবে উপায়?"
আমেরিকা "উপায় একটা আছে......ওদের কোমোড়ের গেটি ভাংগে দাও"
পাকিস্তান "কিভাবে বস?"
আমেরিকা - "খেয়াল করো, কারা কারা এই বাংগালী চাষা ভুসারে লিড দিতে পারে"
পাকিস্তান "ঠিক বলতে পারতাসিনা ওস্তাদ, তবে উনাদের শেখ মুজিব সাহেব যথেস্ট ক্যাচাল করেছে "
আমেরিকা " হুম....তবে শেখ সাহেব একা কিছু করতে পারবে না, ওনাকে ডেকে পাঠাও আর ওদের শিক্ষিত যারে যারে পাবা, সবাইকে মেরে ফেলো....দেখবা কাম হইসে।
এর পরের ঘটনা সবারই জানা......
আমি আসলে যেইটা কিইতে চাই.....এইডা এখোনো কইতে পারি নাই..।পরে কমু......।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




